এদল গ্রামে মাতাজী আশ্রমের সহযোগিতায় অপুর পাঠশালা খোলা হলো,,,,

0

নিজেদের ভাষাও সংস্কৃতি কে রক্ষা করার চেষ্টা সবাই কে করা উচিত,,,,সুধাংশু মিশ্র
   মাতাজী আশ্রমের সহযোগিতায় এদল গ্রামে বিগত 7 ই জানুয়ারী অপুর পাঠশালা নামে বাংলা শেখানোর স্কুল খোলা হলো।এটি মাতাজী আশ্রমের প্রয়াসে নবম তম বাংলা শেখানোর স্কুল।সর্বপ্রথম রাজকুমার সাহু অতিথীদের ও বাংলা শিখতে ইচ্ছুক ছেলে মেয়েদের কে স্বাগত জানালেন।সুধাংশু মিশ্র সরস্বতী মায়ের পুজো পাঠ করে ও ধুপ দীপ জ্বেলে স্কুল টির শুভ উদ্বোধন করলেন।কমল কান্তি ঘোষ সরস্বতী মায়ের সংগীত পরিবেশন করলেন।সুনীল কুমার দে,শঙ্কর চন্দ্র গোপ,সনত মণ্ডল,মৃনাল পাল সবাই নিজেদের মাতৃভাষা বাংলা কে বাঁচানোর জন্য আহ্বান জানালেন ও সবাই কে নিজেদের ছেলে মেয়েদের কে বাংলা শেখানোর জন্য অনুরোধ করলেন।পণ্ডিত সুধাংশু শেখর মিশ্র বললেন,,বাংলা পৃথিবীর সবথেকে সরল,সুন্দর,সম্বৃদ্ধি ও উন্নত ভাষা যার স্থান আজও দেশে দ্বিতীয় ও বিশ্বে চতুর্থ।বাংলা ভাষীদের তাই এই উন্নত ভাষা ও সংস্কৃতি কে বাঁচিয়ে রাখার চেষ্টা করা উচিত।আমাদের মাতাজী আশ্রম গ্রামে গ্রামে বাংলা শেখানোর স্কুল খুলে বাংলা ভাষা কে বাঁচানোর জন্য ভালো আন্দোলন শুরু করেছেন।এই উপলক্ষে উপস্থিত 27 জন ছেলে মেয়েকে মাতাজী আশ্রমের পক্ষ থেকে বর্ণ পরিচয় ও মৃনাল পালের পক্ষ থেকে খাতা ও কলম দেওয়া হলো।শঙ্কর চন্দ্র গোপ প্রথম বাংলা শেখানোর ক্লাস নিলেন।সবশেষে ধন্যবাদ জানালেন ঝর্না সাহু।এই স্কুলে বাংলা শিক্ষা দিবেন নিশুলক ভাবে প্রতি রবিবার অঞ্জনা সাহু।এই উপলক্ষে মাতাজী আশ্রমের ভক্তরা ছাড়াও গ্রামের বাংলা ভাষী প্রেমী ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান টি সঞ্চালন করলেন সুনীল কুমার দে।
প্রতিবেদক,,,সুনীল কুমার দে

Post a Comment

0 Comments
Post a Comment (0)

--ADVERTISEMENT--

--ADVERTISEMENT--

NewsLite - Magazine & News Blogger Template

 --ADVERTISEMENT--

To Top