আমাদের ঝাড়খন্ডে বাংলা ভাষী ছেলে মেয়েদের কে বাংলা শেখানোর জন্য আন্দোলন শুরু করা হয়েছে।তার জন্য আমরা গ্রামে গ্রামে বাংলা স্কুল খুলছি ও নিশুলক ভাবে প্রতি রবিবার সপ্তাহে একদিন বাংলা শিখাচ্ছি।এতে প্রচুর সারা পাওয়া যাচ্ছে।আপনারা হয়তো অনেকেই বলবেন আপনারা যে বাংলা বাংলা করছেন এখনকার হিন্দি ও ইংরেজি যুগে বাংলার প্রয়োজনীয়তা কি।বাংলা শিখে কি লাভ।বাংলা শিখে কি লাভ তা জানি না তবে বাংলা না শিখলে কি ক্ষতি হবে তা নিয়ে আলোচনা করবো।
1.যে কোনো মানুষের গর্ব,অহংকার ও পরিচিতি তার ভাষা,সংস্কৃতি ও ধর্ম কে নিয়ে।তাই নিজেদের মাতৃভাষা কে শেখা উচিত ও তা নিয়ে গর্ব করা উচিত।
2.প্রাইমারি শিক্ষা নিজের মাতৃভাষা তে যত সহজ ও সরল হয় সেরকম অন্য ভাষাতে হয় না।
3.ভাষা ভাবের বাহক।নিজের মাতৃভাষা তে নিজের ভাব যেমন ভাবে ব্যক্ত করা যায় অন্য ভাষাতে তা সম্ভব নয়।
4.আমাদের ধর্ম শাস্ত্র ও সাহিত্যের বই সবই বাংলায় যেমন,,রামায়ণ,মহাভারত,গীতা,ভাগবৎ, পুরান,কথামৃত আদি ।বাংলা না জানলে এই সব বই পড়বো কি করে।যদিও অন্য ভাষাতেও ধর্ম শাস্ত্র ও সাহিত্যের বই রয়েছে কিন্তু বাংলার লালিত্য ও মাধুর্য্যই আলাদা।দুধের স্বাদ কোনোদিন ঘোলে মেটে না।
5.পদাবলী,রামায়ণ,শীতলা মঙ্গল,মনসা মঙ্গল,চৈতন্য মঙ্গল,বাউল,শ্যামা সংগীত,কবি গান,রবীন্দ্র গীতি,নজরুল গীতি সবই তো বাংলায়।বাংলা না জানলে আমরা এই সব গান শিখবো কি করে ও গাইবো কি করে।
6.আমাদের পাঁজি বাংলা তে লেখা।যা প্রতিদিন ও প্রতিটি কাজে আমাদের দরকার।বাংলা না জানলে আমরা পাঁজি দেখবো কি করে।
7.লক্ষীর পঞ্চালি ও সত্য নারায়ণ ব্রত কথা বাংলা না জানলে পড়বো কি করে।
8.বাংলা যাত্রা ও নাটক বাঙালিদের এক মহান সংস্কৃতি।বাংলা না জানলে আমরা বাংলা যাত্রা ও নাটক করবো কি করে।
9.টুসু গান,ভাদু গান,করম গীত সবই তো বাংলায়।বাংলা না জানলে এই সব গাইবো কি করে।
10.জীবনের উদ্দেশ্য শুধু কেরিয়ার বানানো ও টাকা রোজগার করাই নয়।জীবন কে সুন্দর ও আকর্ষণীয় করার জন্য অনেক কিছু দরকার যা আমরা আমাদের ভাষা ও সংস্কৃতি থেকে লাভ করি।
এখন বুঝুন বাংলা না শিখলে আমাদের কি ক্ষতি হবে।এরপর সিদ্ধান্ত আমাদের হাতে আমাদের ছেলে মেয়ে ও নাতি নাতনিদের বাংলা শেখাবো কিনা।আমাদের ছেলে মেয়েদের কে বাঙালী করতে চাই না ইংরেজ বানাতে চাই।কোনো ভাষার প্রতি আমাদের বিরোধ ও হিংসা নেই কিন্তু নিজের মাতৃভাষা বাংলার প্রতি প্রেম,টান,গর্ব ও অহংকার থাকা উচিত,এটাই আমার ব্যক্তিগত মত।